হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন বিএসএফের

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে পুশ ইন করা নারী, পুরুষ ও শিশুরা। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তের কাছে এদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৪২), শাহাজাদী খাতুন (৩০), লাভলী খাতুন (৪২), মিরাজ আলী (১৫), হাসেন আলী (১৮), জান্নাতি খাতুন (২০), হাসিনা খাতুন (১০ দিন), বাবলু হোসেন (২৪), জেসমিন খাতুন (২০), জাহিদ হোসেন (৩), জাকির আলী (১) ও ইয়াসিন হোসেন (২৫)।

বিজিবি জানায়, মেহেরপুর আনন্দবাস গ্রামের সীমান্তে ভোরের দিকে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় সীমান্তের কাছাকাছি ৯৭/১ নম্বর পিলারের কাছে সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে তারা। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসা করলে তাঁরা জানান, ভারত থেকে বিএসএফ তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি অংশে ঠেলে দেয়। পরে তাঁদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বিজিবি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাঁদের বাড়ি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায়। বিভিন্ন সময় কাজের সন্ধানে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছিলেন তাঁরা। ইতিমধ্যে তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁদের পরিচয় শনাক্ত করা হবে। পরিচয় সঠিক হলে স্বজনদের কাছে তাঁদের তুলে দেওয়া হবে।

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনীতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামেন স্থানীয়রা

ক্রেতা সেজে র‍্যাবের অভিযান, ৩টি তক্ষকসহ গ্রেপ্তার ১

প্রধান শিক্ষক ও ছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল, গাংনীতে তোলপাড়

গাংনী সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ