হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, ১৮ জেলের কারাদণ্ড

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ১৮ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবালয় উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধার করা প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা ৩ মণ ইলিশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিছু অসাধু জেলে মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে। এতে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু