হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, ১৮ জেলের কারাদণ্ড

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ১৮ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবালয় উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধার করা প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা ৩ মণ ইলিশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিছু অসাধু জেলে মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে। এতে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা