হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় নির্বাচনকে ঘিরে বাড়ছে উৎকণ্ঠা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

চতুর্থ ধাপে সাটুরিয়া উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা ততই বাড়ছে। সুষ্ঠু ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ঠিকমতো কাজ করলে ভোট সুষ্ঠু হবে। 

স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলছেন, বিরোধীদের দমন করতে সব ধরনের কৌশল নিয়েছে নৌকার প্রার্থী ও সমর্থকেরা। পাল্টা অভিযোগও আছে। নৌকার প্রার্থীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী ও তাঁদের সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। থানা সূত্রে জানা গেছে, সাটুরিয়ায় তিনটি নৌকার ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ফুকুরহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমানের সমর্থকেরা নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী মো. আফাজ উদ্দিন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। 

সাটুরিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আ. গফুর অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা তাঁদের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তবে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মো. আনেয়ার হোসেন পিন্টু। 

রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে ৮১টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রশাসনের কাছে জমা দিয়েছে প্রার্থীরা। সাতটি ভোট কেন্দ্রকে অস্থায়ী ভোট কেন্দ্র দেখানো হয়েছে। এই সাতটি অস্থায়ী ভোট কেন্দ্রকেই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। প্রতিদিনই এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করছেন। অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। 

বালিয়াটি ইউপিতে আওয়ামী লীগের বহিষ্কৃত (স্বতন্ত্র) প্রার্থী নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা তাঁদের কর্মী ও ভোটারদের ডিবি পুলিশ দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। বহিরাগতদের দিয়ে মহড়া দিচ্ছে। তবে নৌকার প্রার্থী মো. রহুল আমিন ডিবি দিয়ে হুমকি ধামকির বিষয়টি অস্বীকার করেছেন। 

রিটার্নিং অফিসার মো. লুৎফার রহমান জানান, সকল প্রার্থীকেই বার্তা পাঠানো হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হবে। কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে বা ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

নৌকার প্রার্থী হারুন আর রশিদ বলেন, বিদ্রোহী প্রার্থীরা নৌকার নেতা-কর্মী ও সমর্থকদের হুমকি দিচ্ছে। আবার তারাই অভিযোগ করছে। 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অর্জনের লক্ষ্যে ভোটের দিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশা করা যাচ্ছে সাটুরিয়া উপজেলায় একটি রোল মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে প্রভাব খাটালে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।     

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে