হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় যুবদল নেতাকে মারধরের অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 

হামলার শিকার যুবদল নেতা মো. শফিক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় যুবদলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরাইদ ইউনিয়নের হামজা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার মো. শফিক ইউনিয়ন যুবদলের সহসভাপতি। তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় নজরুলসহ তাঁর পক্ষের লোকজন।

জব্দ করা ট্রাক্টর। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেলে তাঁরা নিমেষে লাপাত্তা হয়ে যান। আজ তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল এসে বালুভর্তি ট্রাক্টর আটক করে নিয়ে যায়।’

বরাইদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম মৃধা বলেন, বালু উত্তোলনকারীদের অবৈধ কাজে বাধা দিলে বালু ব্যবসায়ী নজরুলসহ বেশ কয়েকজন যুবদলের স্থানীয় নেতাকে মারধর করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানালে তিনি বালুভর্তি অবৈধ ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে যান।

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার