হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জ ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আইমনি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম। তিনি বলেন, মানিকগঞ্জের আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের ভেতরে ৮ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের সবাইকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতাল ও জমজম হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলেও উল্লেখ করেন শরীফুল ইসলাম। 

এ প্রসঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু রায়হান রাজা বলেন, আইমনি শপিং কমপ্লেক্সের নিচ তলার ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত। পরে দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়দের সহায়তায় রোগীদের বাইরে বের করে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে বাকি রোগীদের উদ্ধার করে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে