হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে নথি ও অর্থ চুরির অভিযোগ

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। গত ১০ জুলাই ও ৮ জুলাই হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত দুটি অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান। 

অভিযোগ দুইটির একটি হচ্ছে নথিপত্র চুরি ও স্বাক্ষর জালিয়াতি এবং অর্থ চুরি। 

অভিযোগপত্রে ডা. ইসরাত জাহান উল্লেখ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সাহিদ এন্টারপ্রাইজের প্যাডের কপি জালিয়াতি করে ও সাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মহিদুর রহমান এবং তাঁর (ডা. ইসরাত) স্বাক্ষর জালিয়াতি করে অনেকগুলো বিলের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন হারুন। শুধু তাই নয়, ওই বিলের অফিস কপিও চুরি করেছেন হারুন। এ ছাড়াও সার্ভিস বুকসহ দুটি রেজিস্ট্রার খাতা হিসাবরক্ষণ অফিস হতে চুরি করেন তিনি। 

অভিযোগপত্রে ডা. ইসরাত জাহান আরও বলেন, হারুন অর রশিদের মূল পদ হলো কুক/মশালচী। তাঁর পদের আইডি নম্বর ৫৪১৪১। কিন্তু তিনি হিসাবরক্ষক অফিসের সঙ্গে যোগসাজশে নিয়মিত অফিস সহকারীর বেতন উত্তোলন করেন। 

অভিযুক্ত হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ দুটি মিথ্যা এবং ভিত্তিহীন। 

এ ব্যাপারে মঙ্গলবার হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, হাসপাতালের হিসাব রক্ষক হারুনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়েছি। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডি নথিভুক্ত করে তদন্তের জন্য দুদকে পাঠিয়েছি। 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু