হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না ওএমএসের চাল

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খাদ্য অধিদপ্তরের ওএমএসের চাল মেলেনি। আজ মঙ্গলবার সকালে সাটুরিয়া বাজারের ডিলার রঘুনাথ সাহার বিক্রয় কেন্দ্রে চাল না পেয়ে অনেকে বাড়ি ফিরে যান।

জানা গেছে, সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত নিম্ন আয়ের মানুষের মধ্যে সুলভ মূল্যে ওএমএসের চাল বিক্রি করা হয়। তবে বেলা ১১টার মধ্যেই চাল বিতরণ শেষ হয়ে যায়। লাইনে দাঁড়ানো প্রথম ২০০ জনকে এই চাল দেওয়া হয়। এর পরের কেউ চাল পান না। তাঁদের সবাইকে খালি হাতে বাড়ি ফিরতে হয়।

চাল না পাওয়া হালিমা বেগম (৫০) বলেন, ‘চাল দেবে না, আগে বললেই হতো। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। শেষে ডিলারের লোকজন বলে যে, চাল শেষ হয়ে গেছে। গরিবদের নিয়ে কেন এমন করা হয়?’

ষাটোর্ধ্ব সামসুল ইসলাম বলেন, ‘একটু কম দামে চাল পাওয়ার আশায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত চাল পেলাম না।’

সাটুরিয়া বাজারের ডিলার রঘুনাথ সাহা বলেন, ‘সরকারিভাবে আমি এক টন চাল বরাদ্দ পাই। তা প্রতিজনকে পাঁচ কেজি করে ২০০ জনকে দিতে পারি। চাল কম থাকায় লাইনে দাঁড়িয়েও অনেকে চাল পাচ্ছেন না।’

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় দুটি ডিলারের মাধ্যমে প্রতিদিন ওএমএসের দুই টন চাল নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয়। কেউ চাল পেয়ে না থাকলে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু