হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক ঘোষ গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

সদর থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের ব্যবহৃত মোবাইল ফোন ক্লোন হয়। এরপর ওই মোবাইল থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে দীপক কুমার ঘোষ এদিন দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডির কাজ শেষ করে দীপক কুমার থানা থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিয়ে খালপাড় পর্যন্ত গেলে জরুরি কথা বলে থানা থেকে ফোন করে তাঁকে ডেকে নেওয়া হয়। এরপর কোনো কথা না বলে থানার ভেতর বেশ কয়েক ঘণ্টা বসিয়ে রেখে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

দীপক কুমার ঘোষের সহকারী উদ্ধব সরকার সাংবাদিকদের জানান, দীপক কুমার ঘোষ একই ঘটনায় অন্য একজনের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এরপর নিম্ন আদালতে জামিন বহাল রাখেন সংশ্লিষ্ট বিচারক। ২০২৫ সালের জানুয়ারি মাসে সদর থানায় একই ঘটনায় কিরণ নামের এক ব্যক্তির করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে দীপক ঘোষকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর সারা রাত বসিয়ে রেখে আজ শুক্রবার দুপরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ তাঁর জামিন শুনানি হলে বিচারক ফারিহা নোশীন বর্ণী জামিন নামঞ্জুর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, দীপক কুমার ঘোষ জামিনে থাকলেও ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় একাধিক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। ওইসব মামলায় দীপক ঘোষ অজ্ঞাতনামা আসামি হিসেবে রয়েছেন।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে