হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মোবাইল ফোন কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা, দাবি পরিবারের

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে আঁখি আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর পরিবারের দাবি, মোবাইল কিনে না দেওয়ায় আঁখি বিষপানে আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি ওই এলাকার মো. ওয়াসিমের স্ত্রী। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুই বছর আগে ওই ইউনিয়নের ফতেপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে আঁখিকে বিয়ে করেন একই এলাকার ওয়াসিম। তিনি সৌদিপ্রবাসী। গত শুক্রবার রাতে আঁখি স্বামীর কাছে একটি নতুন মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। ওয়াসিম মোবাইল ফোন ও টাকা দিতে অস্বীকৃতি জানান। ওই গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল রাত ১০টার দিকে বিষ পান করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাতে পাশের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার শান্তিপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, ‘আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ