হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সরকারি বিদ্যালয়ের জমি দখল করে বালু ব্যবসার অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা করার অভিযোগ উঠেছে। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে আল মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্র মাস্টার নামে এক ব্যক্তি ৩০ শতাংশ জমি বিদ্যালয়টির নামে দান করেছিলেন। দান করা জমিতে দীর্ঘদিন বিদ্যালয়ের পাঠদান চলে। প্রায় ৩০ বছর আগে পার্শ্ববর্তী ডাউটিয়া বাজারের পাশে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। এদিকে পূর্বের চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের জমিটির জায়গা মো. রিপন ও মো. বিপ্লব নামে স্থানীয় দুই ব্যবসায়ী দখল করে বালুর ব্যবসা করছেন।

আজ সোমবার সরেজমিনে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই জমিতে ঘর তুলে সেখানে বালুর ব্যবসা করছেন আল মদিনা এন্টারপ্রাইজ। ড্রাম ট্রাক দিয়ে ওই বালু বিভিন্ন জায়গায় নেওয়ায় আশ-পাশের সড়কগুলো ভেঙে যান চলাচলে অনুপযোগী হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল মদিনা এন্টারপ্রাইজের মালিক মো. বিপ্লব বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা উল্লেখ করে আপনি নিউজ করে দেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই জানেন।’

সরকারি প্রতিষ্ঠানের জমিতে বালুর ব্যবসা সম্পর্কে জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, ‘আল মদিনা এন্টারপ্রাইজের বালু ব্যবসা করার বিষয়টি আমি জানি। তবে সরকারি জমিতে বালুর ব্যবসা করার অনুমতি আমরা দিতে পারি না।’

তবে ভূমি সহকারী কর্মকর্তার কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি উল্লেখ করে জামির্ত্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কুদ্দুস বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের কেউ আমাদের কাছে অভিযোগ দিলে সে ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’

সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু