হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে প্রতিবেশীর বিরুদ্ধে কৃষকের আলু খেতে বিষ দেওয়ার অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নিজ আলুখেতে ভুক্তভোগী কৃষক আজাদ । ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে পূর্বশত্রুতার জেরে আগাছা দমন স্প্রে (বিষ) দিয়ে কৃষকের আলুখেত নষ্টের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের শোধঘাটা গ্রামের কৃষক মো. আজাদ মিয়ার খেতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে খেতেটিতে গিয়ে দেখা গেছে, রোপণ করা অপরিপক্ব আলুগাছ ঝলসে গেছে।

ভুক্তভোগী কৃষক আজাদ বলেন, ‘২০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। সেই চারা পুষ্টতা পেয়ে আলু ধরার আগমুহূর্তে এমন ঘটনা ঘটেছে। প্রতিবেশী খোরশেদ আলম খুশী শত্রুতার জেরে আমার খেতে বিষাক্ত আগাছা দমননাশক স্প্রে করেন। এতে কমপক্ষে ২-৩ শতাংশ জমির আলুগাছ ঝলসে নষ্ট হয়ে গেছে।’

ভুক্তভোগী কৃষকের অভিযোগের বিষয়ে খোরশেদ আলম খুশী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শত্রুতা করে করা হয়নি। আমি ঢাকায় ছিলাম। আমার লেবার পাশের ভুট্টাখেতে আগাছা দমন স্প্রে করেছে। বিষয়টি আমি জানার পর ওই কৃষককে ক্ষতিপূরণ দেব বলে জানিয়েছি।’

ঘিওর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পাশের জমির মালিক ভুট্টাখেতে বিষ প্রয়োগ করায় আলুখেত নষ্ট হয়ে গেছে, বলে ধারণা করা হচ্ছে।’

বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, ‘কৃষক আজাদ আমার বাড়িতে এসেছিলেন। আমি উপসহকারী কর্মকর্তাকে জমিতে পাঠিয়েছিলাম। তিনি এসে বলেছেন, আলুখেত নষ্ট হয়েছে। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলব।’

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু