হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৬ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। 

শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত যুবক ধানকোড়া এলাকায় ঘোড়ার গাড়ি চালাতেন। তার বাড়ি উপজেলার ফুকুরহাটী ইউনিয়নে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই যুবক তার ঘোড়াকে খাওয়ানোর জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতে পাশের ভুট্টা খেতে যাওয়ার সময় ওই শিশুটিকে খেলা করতে দেখে। তখন প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পারে এবং ওই যুবককে ধরে পুলিশকে খবর দেয়। ভুক্তভোগী শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা