হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডিএনএ পরীক্ষায় ধর্ষক শনাক্ত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। তবে ধর্ষণকারীর বিষয়ে মুখ খোলেনি ধর্ষণের শিকার শিশুটি। পরে শিশুটির মা বাদীয় হয়ে এ ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা করেন। কিন্তু তদন্তে ওই আসামিদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। অবশেষে ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) পরীক্ষার মাধ্যমে দেড় বছর পর শনাক্ত হলো ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতার। 

জন্ম নেওয়া শিশুর পিতা অভিযুক্ত নুর আলম (৩৬)। বাড়ি উপজেলার খাসেরচর গ্রামে। গত মঙ্গলবার রাতে পুলিশ তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওই মেয়েটি ধর্ষণের শিকার হয়। এরপর সে গর্ভবতী হলে ছয় মাস পর বিষয়টি টের পান পরিবার সদস্যরা। পরে ভিকটিমের মা বাদী হয়ে ওই গ্রামের দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। 

এ দিকে গত বছরের ১ নভেম্বর ওই কিশোরী একটি পুত্র সন্তান জন্ম দেয়। আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারের ওই দুই আসামিসহ স্থানীয় একজনের ডিএনএ পরীক্ষা করেন। কিন্তু তাদের তিনজনের রিপোর্টই নেগেটিভ আসে। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের মাধ্যমে প্রতিবেশি নূর আলমের ডিএনএ পরীক্ষার করে পুলিশ। 

গত ২৬ সেপ্টেম্বর সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি থেকে নুর আলমের ডিএনএ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। 

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে