হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে ৭ বিদ্রোহীকে আ.লীগ থেকে বহিষ্কার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানান। 

বহিষ্কৃত নেতারা সিঙ্গাইরের বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ ১১ নভেম্বর। 

বহিষ্কৃত নেতারা হলেন সিঙ্গাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বলধরা ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুর রহমান, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামির্ত্তা ইউপির চেয়ারম্যা প্রার্থী আবুল হোসেন, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপির চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন ফকির, অলি আহমদ মোল্লা, জামসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিঠু এবং শায়েস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক তাঁদের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে। 

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা