হোম > সারা দেশ > মানিকগঞ্জ

এবার কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘এবার কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। কারও কথা শুনবেন না। অনেকে বলবে কেন্দ্রে যাওয়া লাগবে না, ভোট হয়ে যাবে। তাদের কথা শুনবেন না।’ 

আজ বৃহস্পতিবার সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মমতাজ বেগম বলেন, ‘আপনার ভোট আপনি দেবেন, তবে আমরা যেহেতু আপনাদের খোঁজখবর রাখছি তাই ভোটটা নৌকা মার্কায় দেবেন। নৌকায় ভোট দিয়ে আপনার খোঁজখবর ও সেবা করার সুযোগ দিন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার আপনাদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, বিধবাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। আমাকে অনেকে বলেন, ছেলেমেয়ে ভাত দেয় না, তবে শেখ হাসিনা আমাকে ভাত দেয়।’ 

শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ আল-মামুন টিপু। 

এ সময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মারুফ হোসেন, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে