হোম > সারা দেশ > মানিকগঞ্জ

চাকরির প্রলোভনে হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

চাকরির প্রলোভন দিয়ে মানিকগঞ্জের দুই মাদ্রাসাছাত্রীকে ঢাকায় হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আজ বৃহস্পতিবার দুজনের নামে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা। 

আসামিরা হলেন উপজেলার গোলড়া গ্রামের নুসরাত জাহান তানজিনা এবং মো. হৃদয়। পুলিশ নুসরাতকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

জানা গেছে, ভুক্তভোগী দুই মাদ্রাসাছাত্রীর একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের ১৫ বছর। পূর্বপরিচিত নুসরাত তাদের পোশাকের দোকানে চাকরি দেওয়ার কথা বলেন। তারা রাজি হলে নুসরাত ৪ মার্চ হৃদয় নামের এক যুবকের সঙ্গে তাদের ঢাকায় পাঠান। পরে হৃদয় তাদের একটি আবাসিক হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করেন। গতকাল বুধবার তারা কৌশলে বাড়ি ফিরে অভিভাবকদের ঘটনাটি জানায়। এ ঘটনায় পুলিশ বুধবার রাতেই ঢাকা থেকে নুসরাতকে আটক করে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর বাবা দুজনের নামে মামলা করেছেন। তবে এজাহারে হৃদয়ের ঠিকানা অজ্ঞাত লেখা হয়েছে। পুলিশ নুসরাতকে গ্রেপ্তার করেছে। হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি