আগামী শনিবার বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়ায় তিনটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার কমতা মোড়, নয়াডিঙ্গি ও সাটুরিয়া নান্দেশরীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
জানা গেছে, বিএনপির ষড়যন্ত্র প্রতিরোধের লক্ষ্যে সাটুরিয়ার প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। এর আগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করায় তাঁরা গত ২৯ নভেম্বর থেকে গাঁ ঢাকা দিয়েছেন। অনেকে শনিবারের সম্মেলনকে সফল করতে আগেই ঢাকায় চলে গেছেন।
সাটুরিয়া টু গাবতলীর কয়েকটি বাসের চালক জানান, শঙ্কা ও জীবনের ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছেন তাঁরা। তবে আগের চেয়ে সড়কে এখন কম বাস চলাচল করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে। এমনকি সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও হ্যালোবাইকেও তল্লাশি করা হচ্ছে।
সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার আজকের পত্রিকাকে বলেন, সাটুরিয়ার সকল বিএনপির নেতা-কর্মীরা আগেই ঢাকাতে অবস্থান নিয়েছেন। তাঁরা আত্মীয় বাসায় থেকে সভাস্থলে যোগ দেবেন। তবে, সকল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শনিবারের সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা যাতে এই মহান বিজয়ের মাসে নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।