হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি জোরদার 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

আগামী শনিবার বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়ায় তিনটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার কমতা মোড়, নয়াডিঙ্গি ও সাটুরিয়া নান্দেশরীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

জানা গেছে, বিএনপির ষড়যন্ত্র প্রতিরোধের লক্ষ্যে সাটুরিয়ার প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। এর আগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করায় তাঁরা গত ২৯ নভেম্বর থেকে গাঁ ঢাকা দিয়েছেন। অনেকে শনিবারের সম্মেলনকে সফল করতে আগেই ঢাকায় চলে গেছেন।

সাটুরিয়া টু গাবতলীর কয়েকটি বাসের চালক জানান, শঙ্কা ও জীবনের ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছেন তাঁরা। তবে আগের চেয়ে সড়কে এখন কম বাস চলাচল করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে। এমনকি সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও হ্যালোবাইকেও তল্লাশি করা হচ্ছে।

সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার আজকের পত্রিকাকে বলেন, সাটুরিয়ার সকল বিএনপির নেতা-কর্মীরা আগেই ঢাকাতে অবস্থান নিয়েছেন। তাঁরা আত্মীয় বাসায় থেকে সভাস্থলে যোগ দেবেন। তবে, সকল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
 
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শনিবারের সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা যাতে এই মহান বিজয়ের মাসে নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা