হোম > সারা দেশ > মানিকগঞ্জ

চাপ নেই আরিচা-পাটুরিয়া ঘাটে, যানবাহনের অপেক্ষায় ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের বাকি মাত্র দুই দিন। অথচ যাত্রীবাহী যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। গতকাল বুধবার সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও আজ সেটাও নেই। যাত্রী ও যানবাহন না থাকায় লঞ্চ ও ফেরিগুলো অনেকটা ফাঁকা রেখে নদী পার হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ বলছে, আজ ভোর থেকে পদ্মা ব্রিজ হয়ে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় মোটরসাইকেলের চাপ পাটুরিয়ায় কমে গেছে। ফলে গতকালের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরি ঘাটে এমনিতে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে।

এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সব ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৭টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।

এদিকে আজ ভোর থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পারাপর বন্ধ রাখার কথা থাকলেও যাত্রীবাহী যানবাহন না থাকায় মালবাহী ট্রাক পার করা হচ্ছে। 

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ও আরিচা থেকে কাজীরহাট নৌপথ হয়ে নদী পার হয়েছে ৫৭৭টি যাত্রীবাহী বাস, ৮৬২টি মালবাহী ট্রাক, ১ হাজার ৫৩১টি প্রাইভেট কার ও ২ হাজার ৫০০ মোটরসাইকেল।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু