ফুটবল খেলার মাঠে প্রত্যেকের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। বয়সের ভারে অনেকেই ন্যুব্জ প্রায়। তবুও বয়সকে ফ্রেমে বন্দী করে উপস্থিত দর্শকদের সম্পূর্ণ বিনোদনের খোরাক জোগান দিয়েছেন ২২ জন প্রবীণ।
গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া ঈদগাহ মাঠে ব্যতিক্রমী এ ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রবীণ খেলোয়াড়দের শ্রদ্ধা জানাতে এবং মাঠ বিমুখ তরুণদের মাঠে ফেরাতে ‘পুখরিয়া স্টার স্পোর্টিং ক্লাব’ ব্যতিক্রমী এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।
এ খেলায় উপজেলার পুখুরিয়া ও আশপাশের গ্রামের প্রবীণদের সমন্বয়ে দুটি টিম গঠন করা হয়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন শত-শত দর্শক। দর্শকদের একটি বড় অংশই ছিল খেলোয়াড়দের ছেলে, মেয়ে, স্ত্রী-পুত্রবধূ ও নাতি-নাতনিরা। পুরোটা সময় তাঁরা হই-হুল্লোড় করে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান মাতব্বর ও সদস্যসচিব ইফতি আরিফ আজকের পত্রিকাকে জানান, এই মাঠে কৈশোরে যারা দাপিয়ে ফুটবল খেলেছেন আজ তাঁরা প্রবীণ। এই আয়োজনে তাঁদের অংশগ্রহণের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হয়েছে।
এ বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওয়াল খান বলেন, ‘ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। বয়সের ভারে ক্রমান্বয়ে এ খেলা এড়িয়ে যেতে হয়। বৃদ্ধ বয়সে এ খেলার প্রতি আগ্রহ থাকলেও শরীরের সঙ্গে মানায় না। তবে প্রবীণদের ফুটবল টুর্নামেন্ট সত্যিকার অর্থেই ব্যতিক্রম।’