মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ভাঙন রোধে ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। মেসার্স জলিল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে হরগজ ইউনিয়নের হরগজ পূর্ব নগর এলাকার গ্রামের প্রধান সড়ক ও আলম হোসেনের স্ত্রী সাবজানের (৪০) বসতবাড়ি ভেঙে গেছে । ঝুঁকিতে রয়েছে হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তা ও বসতবাড়ি।
গত ১৪ সেপ্টেম্বর ‘ভাঙনের ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে। বিষয়টি লিখিত আকারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানালে জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন রোধের জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ বরাদ্দ করা হয়। বরাদ্দের পর কাজ শুরু হয়েছে বলে সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা যায়।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জিও ব্যাগে বালু ভর্তি করে প্যাকেট প্রস্তুতের কাজ করছেন। এই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত কাজ করছেন তাঁরা।
মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীখালী নদীর ভাঙন রোধে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি।