হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গাজীখালী নদীর ভাঙন রোধে শুরু হয়েছে কাজ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ভাঙন রোধে ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। মেসার্স জলিল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। 

স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে হরগজ ইউনিয়নের হরগজ পূর্ব নগর এলাকার গ্রামের প্রধান সড়ক ও আলম হোসেনের স্ত্রী সাবজানের (৪০) বসতবাড়ি ভেঙে গেছে । ঝুঁকিতে রয়েছে হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তা ও বসতবাড়ি। 

গত ১৪ সেপ্টেম্বর ‘ভাঙনের ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে। বিষয়টি লিখিত আকারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানালে জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন রোধের জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ বরাদ্দ করা হয়। বরাদ্দের পর কাজ শুরু হয়েছে বলে সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা যায়। 

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জিও ব্যাগে বালু ভর্তি করে প্যাকেট প্রস্তুতের কাজ করছেন। এই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত কাজ করছেন তাঁরা। 

দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক মোল্লা। তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে ছিল। ইতিমধ্যে টয়লেটের কিছু অংশ ভেঙেও গেছে। ভাঙন প্রতিরোধে ১০ লাখ টাকার এই জিও ব্যাগ ফালানোর প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে আমার স্কুলসহ খেলার মাঠ, রাস্তাঘাট ও বসতবাড়ি রক্ষা পাবে।’ 

মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীখালী নদীর ভাঙন রোধে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে