হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল, সম্পাদক আবিদ 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাহিদুল ইসলাম মাহি সভাপতি এবং আবিদ হাসান আবেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা কনফারেন্স রুমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

মাহিদুল ইসলাম মাহি আজকের পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি ও আবিদ হাসান আবেদ বাংলাদেশ টুডেতে কর্মরত। 

গতকাল বিকেল ৫টার দিকে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বি এম খোরশেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। 

নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), যুগ্ম-সম্পাদক মো. সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল আমিন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম (ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক শামিম মোল্লা (মানবকণ্ঠ)। 

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বি এম খোরশেদ প্রধান নির্বাচন কমিশনার, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম ও বাংলা নিউজের প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু উপস্থিত ছিলেন। সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩