হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

ঘিওর (মানিকগঞ্জ): দীর্ঘদিনের প্রেম, অতঃপর বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ। এমন অভিযোগে করা মামলায় গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জের ঘিওর থেকে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত কাউছার মিয়া (১৯) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মুকুন্দবাড়ী গ্রামের মো. গফুর মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর কাউছার মিয়াকে আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়ে ঘিওর উপজেলার পয়লা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ কাউছারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত শুক্রবার সন্ধ্যায় বিয়ের কথা বলে কাউছার ওই মেয়েকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে কাউছার পালিয়ে যান।

ঘিওর থানা ওসি (তদন্ত) মো. মহব্বত খান বলেন, বিয়ের বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামের মো. শাহাদতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক কাউছার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে