হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে আ.লীগ নেতা রহিম খান কারাগারে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জে আ.লীগ নেতা রহিম খান কারাগারে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের আওয়ামী লীগের নেতা আবদুর রহিম খানকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাঁকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে মামলার প্রয়োজনীয় নথি না থাকায় আমলি আদালত শুনানি রেখে আসামিকে কারাগারে পাঠান।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুর রহিম খান জেলার শিবালয় উপজেলার দাশকান্দি এলাকার মৃত কফিল উদ্দিন খানের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, গ্রেপ্তার আবদুর রহিম খানের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় নৌ পুলিশ ক্যাম্প পোড়ানো ও আন্দোলনকারী শিক্ষার্থীকে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা, শাহবাগ থানায় প্রতারণা মামলা, মিরপুর থানায় হত্যা মামলা, যাত্রাবাড়ী থানা ১টি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আদালতে আরও ৩টি সিআর মামলা বিচারাধীন রয়েছে।

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩