হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভুট্টাখেতে পানি দিতে গিয়ে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় সাপের ছোবলে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত ১ মার্চ চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজীকান্দা গ্রামের ভুট্টাখেতে সাপ ওই ব্যক্তিকে ছোবল দেয়। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহত শেখ লাল মিয়া (৩৪) কাজীকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। তাঁর ৬-৭ বছরের এক ছেলে ও ১৫-২০ দিন বয়সী এক মেয়েশিশু আছে। 

শেখ লাল মিয়ার চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, গত ১ মার্চ (শুক্রবার) লাল মিয়া ভাই ভুট্টাখেতে পানি দেওয়ার সময় দুপুরের দিকে সাপ তাঁকে ছোবল দেয়। তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন ভর্তি ছিলেন তিনি। গত মঙ্গলবার রাতে কবিরাজি চিকিৎসার জন্য ফরিদপুর সদর উপজেলার এক কবিরাজের বাড়িতে নিয়ে যান। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়। 

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের ছোবলে কয়েকজন মারা গেছে। গতকাল রাতে লাল মিয়া মারা গেলেন। পাঁচ-ছয় দিন আগে লালমিয়াকে রাসেলস ভাইপার সাপে ছোবল দেয়। রাতেই তাঁর লাশ বাড়িতে আনা হয়েছে। আজ দুপুরের মধ্যে তাঁর দাফন সম্পন্ন হবে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু