হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিএনপি থেকে আসা অনুপ্রবেশকারী সাটুরিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যানের নানা অপকর্ম শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাটুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে সাটুরিয়া প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, ১৯৯৮ সালে আমার বাড়ির পাশে একটি জমি ক্রয় করি তখন আমি চেয়ারম্যান ছিলাম না। তাহলে কীভাবে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় ওই জমি জবর দখল করলাম। আমি টাকার বিনিময়ে সাব কবলায় ওই জমি কিনেছি। এখন একটি কুচক্রী মহল সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। একটি জাতীয় দৈনিকে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা সংবাদ প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। 

তিনি আরও বলেন, ' আমি কখনো বিএনপি করিনি, সিএনজি থেকে কোনো চাঁদাও নিইনি, বালু মহল থেকে কোনো টাকা নিইনি। তাই গত ২৩ অক্টোবর আমার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।' 

এ সময় সাংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী’লীগের যুগ্ম সম্পাদক হাজী মো. গোলাম হোসেন, সাটুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান ও সাবেক সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. দাউদ হোসেন। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে