হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার মহাসড়কের শিবালয়ের উথুলী মোড়ে ও দুই ঘাটে মেজর রাফীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া পাটুরিয়া ও আরিচা ঘাটে লঞ্চ-স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পারাপার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ বিষয়ে মেজর কাফী বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা ঘরমুখী মানুষদের কাছ থেকে যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে বাস থামিয়ে চালকদের জিজ্ঞেস করা হয়। যাত্রীদের ভাড়া নিয়ে অভিযোগ থাকলে উভয়ের কথা শুনে বাড়তি ভাড়া ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অপর দিকে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া এবং নৌযানে ধারণ ক্ষমতার বাইরে যাত্রী নেওয়া হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে।

এদিকে কয়েকজন যাত্রী জানান, এবার ঈদে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী সড়কে ও ঘাট এলাকায় তদারকি করায় সিন্ডিকেটরা অতিরিক্ত টাকা নিতে পারছে না।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু