হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, হ্যালো বাইকে বাড়ছে দুর্ঘটনা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে হ্যালো বাইকের দুপাশ দিয়েই যাত্রী ওঠা-নামা করায় বাড়ছে দুর্ঘটনা। অথচ মানিকগঞ্জ শহরের হ্যালো বাইকের একপাশ দিয়ে যাত্রী ওঠা-নামা, আর অন্য পাশে লোহার রড বা স্টিলের পাইপ দিয়ে আটকানো থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিরামপুর থেকে ঝিটকা, ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা, লাউতা-লেছড়াগঞ্জ থেকে বেউথা চলাচলকারী এবং হরিরামপুর থেকে বলড়া-বালিরটেক চলাচলকারী সকল হ্যালো বাইকে দুপাশ দিয়ে যাত্রী ওঠানো এবং নামানো হচ্ছে। উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠানো এবং নামানোর সময় মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে যাত্রী নামানোর সময় পেছন বা সামনে দিয়ে মোটর সাইকেলসহ গাড়ি চলে আসলে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।

এ বিষয়ে কাণ্ঠাপাড়া বাজারে সঞ্জয় ফার্মেসির মালিক সঞ্জয় শীল বলেন, 'হ্যালো বাইকের উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠা নামা করায় জ্যামের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। দ্রুত সময়ের মধ্যে উল্টো পাশ দিয়ে যাত্রী ওঠানো নামানো বন্ধ করা উচিত।' 

হ্যালো বাইক চালক আব্দুস সামাদ বলেন, 'মানিকগঞ্জ শহরের হ্যালো বাইকে একপাশ দিয়ে যাত্রী ওঠা নামা করতে পারে। কিন্তু আমাদের এখানে দুপাশ দিয়ে যাত্রী ওঠানো–নামানো হয়। আমরা যাত্রীদের উল্টো পাশ দিয়ে নামতে সব সময় নিষেধ করি।'

হরিরামপুর অটো মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম বলেন, 'শিগগিরই প্রত্যেক হ্যালো বাইকের ডান পাশ স্টিলের পাইপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। তাহলে এক পাশ দিয়ে যাত্রী ওঠা নামা করতে পারবে।' 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'অটো মালিক সমিতির সভাপতিকে ডেকে ব্যবস্থা গ্রহণ করতে বলব।' 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু