হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বেকু মেশিন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় বিক্ষুব্ধ জনতা মাটি কাটার একটি বেকু মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মো. সেলিম ওরফে সলিমুদ্দিন তার ২৫০ শতাংশ ফসলি জমিতে মৎস্য খামারের সিদ্ধান্ত নেন। ওই জমির মাটি ক্রয় করেন জামির্ত্তা এলাকার সিরাজুল হক ও রাশেদ নামে দুই মাটি ব্যবসায়ী। সোমবার রাতে হাতনি চকের ওই জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করছিলেন তারা। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার বিক্ষুব্ধ জনতা মাইকিং করে একত্রিত হয়ে একটি বেকু মেশিনে আগুন ধরিয়ে দেয়। 

ক্ষতিগ্রস্ত রাশেদ হোসেন বলেন, ‘উপজেলা মৎস্য অফিসের অনুমতি নিয়ে জমিতে মৎস্য খামার করার সিদ্ধান্ত নেন জমির মালিক সেলিম ওরফে সলিমুদ্দিন। আমরা ওই জমির মাটি ক্রয় করি। রাত আড়াইটার দিকে হাতনি এলাকার কুদ্দুস মিয়া, আব্দুল হামিদ, রহমানসহ এলাকার ২০ থেকে ২৫ জন আমার ভাড়া করা ৩০ লাখ টাকার বেকু মেশিনটি পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রশাসনের আইনি সহযোগিতা চাই।’ 

সিঙ্গাইর থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মো. আবু হানিফ বলেন, ‘বেকু মেশিনে আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু