হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্কুলের ভেতরে ট্রাক চাপায় শিক্ষার্থী-শিক্ষিকা নিহত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের আঙিনায় গাড়ি চাপায় শিক্ষার্থী জেরিন তাসমিন মীনা (৭) ও ফাতেমা আক্তার (৩০) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নিহত জেরিন শিবালয় সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামের মেয়ে ও শিক্ষিকা ফাতেমা উপজেলার ভাকলা এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। 

আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার টেপড়া এলাকার স্কুল প্রাঙ্গণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা স্কুলটি কয়েক ঘণ্টা ঘিরে রাখে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

প্রত্যক্ষদর্শী স্কুলের আয়া বকুল সরকার জানান, ‘স্কুলের টিফিনের সময় বাচ্চারা বিদ্যালয় ভবনের সামনের দোকানে দাঁড়িয়ে ছিল। এ সময় স্কুল চত্বরে রাখা পিকআপভ্যান স্টার্ট দিয়ে বাইরে যাওয়ার পথে দোকানের সামনে দাঁড়ানো শিক্ষকসহ শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ২য় শ্রেণির ছাত্রী জারিন ঘটনা স্থলেই মারা যায়। কয়েক জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিক্ষিকা ফাতেমা প্রাণ হারায়। গুরুতর আহত দোকানদার জোসনা সরকার, শিক্ষার্থী লাকী ও সামিয়াকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে স্কুল পরিচালনা কমিটির সকল সদস্যসহ শিক্ষকেরা গা ঢাকা দিয়েছে। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, স্কুল অভ্যন্তরে দুর্ঘটনার পরে চালক পালিয়ে যায়। গাড়িটি স্টার্ট দেওয়ার সময় সম্ভবত গিয়ারে দেওয়া ছিল। এতে চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে