হোম > সারা দেশ > মানিকগঞ্জ

টানা ১০ ঘণ্টা পর পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘন কুয়াশায় টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে চলতে শুরু করেছে ফেরি। একই সঙ্গে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সড়কের দুপাশে আটকে থাকা যাত্রীবাহী সব যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল বলেন, বুধবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশায় নৌপথ আচ্ছন্ন হয়ে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাইকৃত তিনটি ফেরি আটকে যায়। নৌ দুর্ঘটনা রোধে বাকি ফেরিগুলো উভয় প্রান্তের ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৯টার দিকে নৌপথে কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। অপেক্ষমাণ যানবাহন পারাপার করা হলেও যাত্রীবাহী পরিবহনকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

একই সংস্থার দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে সাতটি, মাঝ নদীতে তিনটি ও পাটুরিয়ায় পাঁচটি ফেরি নোঙর করে ছিল। ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় প্রান্তে সহস্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে। আটকে থাকা এসব যানবাহন সিরিয়াল মোতাবেক পার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, একই কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এই রুটেও দেখা দিয়েছে অপেক্ষমাণ গাড়ির জট।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু