হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে আটক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ওই ছেলে তাঁর মাকে দীর্ঘ দিন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও একমাত্র ঘরটি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তাঁর মা। অভিযোগ পেয়ে ছেলে মো. খোকন কসাইকে আটক করেছে সাটুরিয়া থানা-পুলিশ।

আজ সোমবার সকালে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে এই ঘটনা ঘটে।

থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াটি গ্রামের মঙ্গল মাঝির ছেলে মোহাম্মদ খোকন কসাই তাঁর মা ফিরোজাকে দীর্ঘদিন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। সোমবার সকালে বালিয়াটি চৌরাস্তায় মা ফিরোজাকে কিল ঘুষি লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর হত্যার উদ্দেশে দুই হাত দিয়ে গলা চেপে ধরলে গোঙানির শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী ওই মাকে উদ্ধার করে। 

ফিরোজা বেগম বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত। সে দীর্ঘদিন যাবৎ নানা ভাবে আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করছে। আজ লোকজন এসে উদ্ধার না করলে আমাকে মেরেই ফেলত। এর আগে মারধর করলে ছেলের বিরুদ্ধে আমি মামলা করি। মামলাটি এখনো আদালতে চলমান আছে।’

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘ভুক্তভোগী মায়ের অভিযোগ পেয়ে অভিযুক্ত মো. খোকন কসাইকে আটক করা হয়েছে।’ 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে