হোম > সারা দেশ > মানিকগঞ্জ

‘ওরা আমাকে বাঁচতে দিল না’

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চিরকুট লিখে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল রাতেই সাটুরিয়া থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। 

স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় তার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যা আগে ওই স্কুলছাত্রী একটি চিরকুট লিখে গেছে। চিরকুটে সে লিখেছে, ‘ওরা আমাকে বাঁচতে দিল না, তুমি ভালো থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা।’ 

নিহত স্কুলছাত্রীর মা বলেন, তিনি গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে তিনি বের হয়ে যান। সন্ধ্যায় কাজ শেষে ঘরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। দরজা না খুললে আশপাশের মানুষের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে একমাত্র মেয়ের নিথর দেহ বিছানায় অর্ধেক আর মেঝেতে অর্ধেক পড়ে থাকতে দেখেন। 

শিক্ষার্থীর মা আরও বলেন, ‘আমার সুন্দর মেয়ের ঠোঁট দুটো কালো ছিল, আর ওড়নাও গলায় প্যাঁচানো ছিল। ওরা ফেসবুকে মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। ওদের জন্য আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’ 

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল শনিবার রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে