হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওর উপজেলায় আ.লীগের ১০ ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ঘিওর উপজেলায় ১০ জনকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 
 
ঘিওর উপজেলার বহিষ্কৃত ব্যক্তিরা হলেন ঘিওর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. অহিদুল ইসলাম টুটুল, পয়লা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুন্নু দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ লতা, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শরিফ মৃধা। অন্যদিকে নালী ইউনিয়নের ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, নালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলশাদ খান দেলোয়ার। এ ছাড়া সিংজুরী ইউনিয়নে উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুর রহমান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ এবং বানিয়াজুড়ি ইউনিয়নে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সহসভাপতি মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়। 

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ব্যক্তিরা ঘিওর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে, যা আজ থেকে থেকে কার্যকর হবে। 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু