হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই করলেন যাত্রীরা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে চালকের গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল চালক মিজানুর রহমান (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত মিজানুর রহমান হরিরামপুর উপজেলার সাকুচিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি সাভারের নবীনগর পল্লিবিদ্যুৎ এলাকায় থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

মিজানুরের বোন শাহনাজ আক্তার জানান, গতকাল রাতে সাভারের নবীনগর এলাকা থেকে দুই যাত্রী পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার উদ্দেশে মিজানুরের মোটরসাইকেলে ওঠেন। পথে শিবালয় উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে মিজানুরের গলায় ছুরি চালান তাঁরা। এ সময় মিজানুর সড়কে পড়ে গেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই দুই ব্যক্তি। 

শিবালয় থানা-পুলিশ জানায়, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, আহত মিজানুর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর তাঁর কাছে বিস্তারিত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে শিবালয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে