হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে ধস

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের কয়েকটি স্থানে জিও ব্যাগ ধসে পড়েছে। রোববার মধ্য রাত থেকে সোমবার দিনভর টানা বৃষ্টিতে এই ধসের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে পদ্মা নদীর ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝড়ে হাওয়া আছড়ে পড়তে থাকে তীরে। এতে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পদ্মা পাড়ে কয়েক জায়গা ও গোপীনাথপুর পদ্মা পাড় রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এ ছাড়া কাঞ্চনপুর ইউনিয়নের মালুচি এলাকায় আপত্কালীন সময়ে ফেলা জিও ব্যাগও ধসে গেছে।

নাজমুল হাসান নামে রামকৃষ্ণপুর গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার ভারী বর্ষণ আর পদ্মার ঢেউয়ে রামকৃষ্ণপুর পদ্মা পাড়ের তীররক্ষা বাঁধের কয়েক জায়গা ধসে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা জরুরি।’

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের রামকৃষ্ণপুর পদ্মাপাড়ে কয়েক জায়গায় গতকাল তীর রক্ষা বাঁধ ধসে গেছে।’

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক বলেন, ‘নতুন নির্মাণ করা তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত না হলেও আমার ইউনিয়নের মালুচি এলাকায় আপত্কালীন সময়ে ফেলা জিও ব্যাগগুলো ধসে গেছে। এ ছাড়া ১০-১৫ গজ করে কয়েক জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।’

এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁধ ধসে পড়া এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি