হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জমির বিরোধে সংঘর্ষে আহত ১৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৬ আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘিওর থানায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। 

আহতদের মধ্যে গুরুতর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর আগে বীরসিংজুরী গ্রামের মো. দেলোয়ার হোসেন একই গ্রামের কাঙ্গালী মিয়ার কাছ থেকে ৯ শতাংশ জমি কেনেন। কিন্তু দীর্ঘদিনেও তিনি জমি সঠিকভাবে বুঝিয়ে দেননি। আজ সকালে দেলোয়ার হোসেন জমির বিষয়ে কথা বলতে গেলে তাঁর সঙ্গে কাঙ্গালীর ছেলে রাজা মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন এসে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের দেলোয়ার হোসেন, রাজা মিয়া, সিয়াম, শামীম, জাহিদসহ অন্তত ১৬ জন আহত হন। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মারামারির বিষয়ে দুই পক্ষই পৃথক অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু