হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আনারসের পাতা থেকে তৈরি শাড়ি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: দীপু মনি

মানিকগঞ্জ প্রতিনিধি

‘আনারসের পাতা থেকে তৈরি শাড়ি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই উদ্ভাবন আগামী দিনে আশার আলো জাগাবে। জামদানি শাড়ি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদরের চর বেউথা এলাকায় বেসরকারি সংস্থা ‘আলাপ’ উদ্ভাবিত জামদানি তৈরির কারখানা পরিদর্শনে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আলাপ’ দীর্ঘদিন গবেষণা করে আনারসের পাতা থেকে সুতা তৈরি করে তা দিয়ে সিল্কের কাপড়সহ নানান সামগ্রী তৈরি করছে। আনারস নিয়ে সংস্থাটি গবেষণা করে বিভিন্ন খাদ্যসামগ্রীর উপাদান তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। প্রয়োজনে শিল্পটির প্রসারে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে কারখানা পরিদর্শনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল, জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার প্রমুখ।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি