হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ২ অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

নিহত সাগর হালদার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে সাগর হালদার (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বয়ড়া ইউনিয়নের পাটগ্রাম মোড় থেকে ইউপি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর বয়ড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের মৃত সুনীল হালদারের ছেলে। দুর্ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান।

স্থানীয়দের বরাতে সাগরের মামা জীবন হালদার জানান, গতকাল সন্ধ্যায় সাগর পদ্মায় মাছ ধরার জন্য অমিত নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশায় করে পদ্মা নদীর পাড়ে যাচ্ছিল। পথে পাটগ্রাম মোড় সংলগ্ন সড়কে আন্ধারমানিক গ্রামের চুন্নুর অটোরিকশার সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যান সাগর। সেখান থেকে সাগরকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বলড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সমীর বালো জানান, তাঁর ওয়ার্ডের মৃত সুনীল হালদারের ছেলে সাগর অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। সাগরের বাবা দুই বছর আগে মারা গেছেন।

ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, খবর পেয়ে নিহত সাগরের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু