হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দুর্গম চরে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতায় এইচএসএফ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম পদ্মার চরে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) আয়োজিত ‘সুকণ্যা’ প্রকল্পের আওতায় এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয়টিতে অধ্যয়নরত কিশোরীরা। 

আলোচনায় কিশোরীরা বয়ঃসন্ধিকালে তাদের মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, লোকলজ্জার কারণে দোকান থেকে তারা তাদের প্রয়োজনীয় প্যাড কিনতে পারেন না, এছাড়া চরের দোকানে পাওয়া যায় না পর্যাপ্ত প্যাড। ফলে অনেক কিশোরী মাসিক চলাকালে কাপড় ব্যবহার করেন, ফলে তাদের বিভিন্ন শারীরিক সমস্যায় পড়তে হয়। আলোচনায় কিশোরীরা জানান, এ সময় তাদের মাঝে তৈরি হয় বিষণ্নতা, কিন্তু বিষণ্নতা কাটাতে তারা পান না পরিবারের সহযোগিতা। 

কিশোরীদের বয়: সন্ধিকালীন বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর দেন ডা. তৌফিকুল করিম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন বিপ্লব, হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মুকিত। 

আলোচনা শেষে কিশোরীদের মাঝে বিনা মূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। এ ছাড়া দেওয়া হয় একটি বাক্স যেখানে রাখা হবে প্যাড, যেখান থেকে বিনা মূল্যে প্রয়োজনের সময় কিশোরীরা প্যাড নিতে পারবেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু