হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না: মানিকগঞ্জ জেলা প্রশাসক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, ‘কাউকে ঠকানো যাবে না। ঠকালে শাস্তি পেতে হবে। কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না। ভোক্তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, খোলা পণ্যের দাম ও তালিকা প্রদর্শন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পণ্য মূল পণ্যের সঙ্গে রাখা অনিয়ম। খাদ্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বেকারিতে ক্ষতিকর রং মেশানো হচ্ছে, এসব বিষয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে