মানিকগঞ্জের ঘিওরে সাপের ছোবলে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুর নাম তারেক রহমান (৯)। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বাষ্টিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে ও বাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
এর আগে বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে তাকে সাপ ছোবল দেয়। স্বজনেরা তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে ভোরে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আওয়াল খাঁন বলেন, সন্ধ্যায় নিজ বাড়ির উঠান থেকে ওই শিশুকে সাপে ছোবল দেয়। আজ ঢামেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আজ দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।