হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঢাকা-আরিচা মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

করোনা সংক্রমণ রোধে লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে ছিল ঘিওর থানা-পুলিশ। মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায়, হাট-বাজারে পুলিশ ছিল তৎপর। ঢাকা-আরিচা মহাসড়কে জরুরি সেবা ছাড়া কোন যানবাহন চলাচলে বাঁধা দেওয়া হচ্ছে। পথচারী ও নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য মাইকিং করে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক, ঘিওর-ঢাকা এবং মানিকগঞ্জ-দৌলতপুর ও টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। যারা বিনা কারণে বের হচ্ছেন তাঁরা পুলিশের জেরার মুখে পড়ছেন। শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে দেখা গেছে। ফেরি চলাচল করছে। এ ছাড়া উপজেলার কয়েকটি পয়েন্টে পুলিশের তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। লকডাউনে মানুষজনকে ঘরে রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঘিওর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মানুষজনকে ঘরে থাকা নিশ্চিত করতে রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করছে। সড়কে রিকশা, অটোরিকশা দেখা মাত্রই সেগুলোর চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা গেছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব সাংবাদিকদের জানান, আমরা কোন ধরনের যানবাহন সড়কে চলতে দেওয়া হচ্ছে না। মাইকিং করে সবাইকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। আমরা কঠোরভাবে দিনরাত আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু