হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিওর উপজেলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে মানিকগঞ্জ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘিওরের মেয়েরা। সাত উপজেলা দলের মধ্যে আজ শনিবার বিকেলে ফাইনালে মুখোমুখি হয় হরিরামপুর উপজেলা বনাম ঘিওর উপজেলা। ফাইনালে হরিরামপুর উপজেলা দলকে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘিওর উপজেলা। 

গতকাল শনিবার সন্ধ্যায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে চ্যাম্পিয়ন, রানার আপ ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই টুর্নামেন্ট থেকেই তৃণমূল থেকে অনেক খেলোয়াড় আজ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগটি করে দিয়েছেন বলেই অজপাড়াগাঁয়ের ছেলেমেয়েরাও খেলাধুলায় আগ্রহী হচ্ছে।’ 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেব সাহা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আখতারুজ্জামান রেজা তালুকদার প্রমুখ। 

এছাড়া বিজয়ী দলের কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন-ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হামিদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, শেখ ফরিদ, নুরে আলম সিদ্দিকী, হাবিব খান প্রমুখ। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে