হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত, ডাকাতের অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য আহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদরের ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে সদরের মেঘশিমুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. লাভলু মিয়া (৩৪)। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের মধুপুর থানায় ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহত পুলিশ কনস্টেবলের নাম রাকিব হোসেন। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত। রাকিব বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, গতকাল শনিবার রাতে সদর উপজেলার বারাহিরচর এলাকা থেকে ব্যাটারিচালিত একটি হ্যালোবাইকে করে অসুস্থ এক নারীকে নিয়ে জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন তাঁর স্বজনেরা। রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় গেলে সাত-আটজন ডাকাত সদস্য গাড়ির গতিরোধ করে। এ সময় হ্যালোবাইকে থাকা রোগীর স্বজনদের কাছে থাকা ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা।

পরে সরকারি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান রোগীর এক স্বজন। খবর পেয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে টহলরত সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও কনস্টেবল রাকিব হোসেন ঘটনাস্থলে যান। এ সময় মহাসড়কের পাশে একটি ঝোপের পাশে সাত-আটজন ব্যক্তিকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় দেখতে পান তাঁরা।

এ সময় সেখানে গেলে এক ডাকাত সদস্য হাতে থাকা ধারালো দা দিয়ে কনস্টেবল রাকিবের মাথায় কোপ দেন। তাতে গুরুতর আহত হন তিনি। এ সময় এসআই মাহমুদুল ডাকাত ডাকাত বলে চিৎকার করলে মহাসড়কে চলাচলরত একটি বাসের যাত্রী ও স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে। পরে এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয় তারা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার ঘটনাস্থলে যান। পরে আহত কনস্টেবল ও ডাকাত সদস্যকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

ওসি আবদুর রউফ সরকার বলেন, রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন। লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু