হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে দুর্নীতির অভিযোগে অক্সফোর্ড একাডেমির সেই অধ্যক্ষ বরখাস্ত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন খানকে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন এ বহিষ্কার আদেশ দেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতামূলক আচরণ, অনিয়মতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়ে হুমকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম নিয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলে এবং ব্যাপক অর্থ কেলেঙ্কারি এবং বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। অধ্যক্ষ মতিনকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় সভাপতি ও ইউএনও বেলাল হোসেন।

ইউএনও বেলাল হোসেন বলেন, অধ্যক্ষ মতিনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধিমালার আলোকে বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক ভিত্তি পাওয়ায় এখন বিভাগীয় তদন্ত শুরু হলো। এটা প্রমাণিত হলে এবং তাঁরা সুপারিশ করলে চূড়ান্ত বরখাস্তের জন্য আমরা বোর্ডে লিখিতভাবে জানাব।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে