হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আ.লীগ লাঠি নিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী 

মানিকগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ লাঠি নিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের বিরোধীরা মাঠে নেমে গেছেন। তাঁরা শুধু মাঠে নামেননি, লাঠি নিয়ে মিছিল করেন, মিটিং করেন। লাঠি নিয়ে দেখাতে চান তাঁরা কত শক্তিশালী! আওয়ামী লীগের হাতে যদি লাঠি ওঠে, তাহলে বিএনপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তবে লাঠির রাজনীতি আওয়ামী লীগ করে না। গ্রেনেড হামলার রাজনীতি, সিরিজ বোমার রাজনীতি, বিদ্যুৎ চুরির রাজনীতি, হাওয়া ভবনের রাজনীতি, পেট্রলবোমার রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে এই সম্মেলনের আয়োজন করে পৌরসভা আওয়ামী লীগ।

সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান সভাপতিত্ব করেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আবদুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিত নেতা-কর্মীরা মন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু