হোম > সারা দেশ > মানিকগঞ্জ

র‍্যাব পরিচয়ে বাবা–ছেলের প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

র‍্যাবের পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী বাবা–ছেলের সঙ্গে থাকা ৭ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাইভেটকারে আসা ছিনতাইকারীরা ভুক্তভোগী বাবা–ছেলের কাছে মাদক আছে বলে অভিযোগ তুলে এ ঘটনা ঘটায়। 

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের দশ চিড়া কবরস্থান এলাকার এই ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম। 

এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন—শিবালয় উপজেলার বিরাজপুর গ্রামের কৃষক তারাপ আলী (৫০)। তাঁর ছেলে রুবেল (২৮)। 

এ ঘটনায় শিবালয় থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সোমবার বেলা আড়াইটার দিক কৃষক তারাপ আলী ও তাঁর ছেলে রুবেল (২৮) স্থানীয় অগ্রণী ব্যাংক আরিচা ঘাট শাখা থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা ও সোনালী ব্যাংক শিবালয় শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বিরাজপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া-উলাইল সড়কর দশ চিড়া কবরস্থানের সামনে সিলভার কালারের একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকারে থাকা চালকসহ চারজনের সবাই নিজেদের র‍্যাবের সদস্য পরিচয় দেয়। তাদের কাছে গাঁজা (মাদক) আছে বলে অভিযোগ করে এবং জোরপূর্বক বাবা–ছেলেকে প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদের সঙ্গে ব্যাংক থেকে তোলা ৭ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম ফায়ার সার্ভিস অফিস এলাকায় নামিয়ে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী তারাপ আলী শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-নূর এ আলম জানান, অভিযোগের প্রেক্ষিত ঘটনার তদন্ত চলছে। সড়ক পথের বিভিন্ন স্থানে থাকা ভিডিও ফুটেজ অনুসন্ধান করা হচ্ছে।’ 

ওসি আরও বলেন, ‘গাড়িটির নম্বর প্লেট একটি সাদা কালার দিয়ে ঢেকে দেওয়া, আপাতত ভিডিও ফুটজে এমনটি দেখা যাচ্ছে।’ 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে