ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ পৌরসভার উঁচুটিয়া ধলেশ্বরী ফিলিং স্টেশনের সামনে গাড়ির চাপায় ফারুক হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুর এলাকায় মো. আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উঁচুটিয়া থেকে বাইসাইকেলযোগে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন ফারুক হোসেন। এ সময় ধলেশ্বরী পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা গাড়ির চাপায় ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে তাঁদের আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।