হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ব্যবসায়ীর দাড়ি টেনে মারধর, অভিযুক্ত সেই ব্যক্তি আটক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ডিবির হাতে আটক নাসিম ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে ‘মানিক কম্পিউটার’-এর স্বত্বাধিকারীকে দাড়ি ধরে টানাটানির ঘটনায় করা মামলায় একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ জুন)  দুপুরের দিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ইমতিয়াজ মাহমুদ। এর আগে আজ সকালে ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আটক নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে। তিনি ঘিওর বাজারের টিন ব্যবসায়ী।

উল্লেখ্য, গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ঘিওর উপজেলা সদরের মানিক কম্পিউটারের স্বত্বাধিকারী আলী আজম মানিকের সঙ্গে নাসিম ভূঁইয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসিম ভূঁইয়া আলী আজম মানিকের দাড়ি ধরে টানাটানিসহ মারধর করেন। 

ভুক্তভোগী মানিক এ ঘটনার পরদিন গত মঙ্গলবার ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর থেকে নাসিম ভূঁইয়া পলাতক ছিলেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে ঢাকা জেলার আশুলিয়া থেকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি