হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ক্রিকেট খেলার সময় বাগ্‌বিতণ্ডার জেরে রুবেল শিকদার (৩০) নামের এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, উপজেলার চাঁদপুর মাঠে ক্রিকেট খেলায় বল কম বা বেশি করা নিয়ে বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামের রুবেল শিকদারের (৩০) সঙ্গে রিফাত (২০) ও আবিদের (২১) বাগ্‌বিতণ্ডা হয়। খেলার মাঠে মীমাংসা হলেও পরে রোববার রাতে দানিস্তপুর কবরস্থানের সামনে রিফাত ও আবিদ দেশি অস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা করেছেন। 

রুবেল শিকদার বলেন, ‘চাঁদপুর মাঠে ক্রিকেট খেলার সময় একেকজনের দুই ওভার বা তিন ওভার বল করা নিয়ে আমার সঙ্গে একই এলাকার আবিদ ও রিফাতের বাগ্‌বিতণ্ডা হয়। এ বিষয় মাঠেই মীমাংসা হয়। পরে রোববার রাতে আমি বাড়ি ফেরার পথে আমার পথ রোধ করে আবিদ ও রিফাত দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমার কপালের পাশে ৮টা সেলাই দিতে হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। থানায় অভিযোগ দিয়েছি।’ 

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফয়সাল মোস্তফা বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে রুবেল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জখম থাকায় কপালের পাশে ৮টি সেলাই দেওয়া হয়েছে। তাঁর পা ও হাতেও আঘাত করা হয়েছে। তিনি চিকিৎসাধীন।’ 

আবিদ ও রিফাত বলেন, খেলার মাঠে রুবেলই আমাদের ওপর হামলা করেছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে